|
Date: 2023-12-07 12:41:06 |
মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
আজ ৭ ডিসেম্বর কলমাকান্দা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর নেত্রকোণা জেলার কলমাকান্দা পাক-হানাদার বাহিনী মুক্ত হয়। এ দিনে মুক্তিযোদ্ধা ও জনতার দ্বিমুখী আক্রমনে পাক-হানাদার বাহিনী নেত্রকোণার দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং কলমাকান্দা উপজেলা পাক-বাহিনী মুক্ত হয়। ঐ দিন উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও র্যালী। র্যালীর নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, আব্দুল জব্বার, আব্দুল কাইউম, শরাফ উদ্দিন আহমেদ।
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024