|
Date: 2023-12-07 16:15:56 |
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)
লোহগাাড়া সদরে মহাসড়কে এক মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারাল এক শিক্ষার্থী। মারাত্বক আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম হাফেজ ইশমাম ( ১৭)। তার পিতার নাম আব্দূল কুদ্দুস। তার বাড়ী পশ্চিম কলাউজান বাংলাবাজার এলাকার জমিদার পাড়ায়। সে আধুনগর ইসলামীয়া কামিল মাদ্রাসার ছাত্র এবং আগামী ২০২৪ সালের দাখিল শিক্ষার্থী ও হাফেজে কুরাণ ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় লোহাগাড়া ডায়বেটিস হাসপাতালের সামনে কক্সবাজার মুখি একটি মাইক্রোবাস হাফেজ ইশমামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইশমাম ও ইসমাইল তারা সহপাঠী ছিল। আজ আধুনগর মাদ্রাসা হতে মোটর সাইকেল করে দুজন আমিরাবাদ যাচ্ছিল। ইশমাম মোটর সাইকেলের পিছনে বসা ছিল। আর ইসমাইল মোটর বাইক চালাচ্ছিল। লোহাগাড়া ডায়বেটিস হাসপাতালের সামনে পৌছলে তারা মারাত্বক দূর্ঘটনার শিকার হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে একটি স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তথায় কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যই তার মৃত্যু হয়।
© Deshchitro 2024