|
Date: 2023-12-07 17:08:49 |
নীলফামারীর ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবীকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল লালমনিরহাটের আদিতমারী থানা।
বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গতবছরের জুলাইয়ে নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে পদোন্নতি পেয়ে ডোমার থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন তিনি।
যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন অপরাধ রোধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এই কর্মকর্তা। এছাড়া সাধারণ মানুষের পাশে একজন সেবক ও বন্ধু হয়ে দাঁড়িয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি। নিজ উদ্যোগে থানা চত্বরের মসজিদ পুনঃনির্মাণ, হাইস্কুল মাঠ আলোকিত করণের উদ্যোগ গ্রহণ করে ব্যাপক সুনাম অর্জন করেন ওসি মাহমুদ-উন নবী।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
© Deshchitro 2024