রাজবাড়ীর চার থানার ওসিকে বদলি করা হয়েছে বিভিন্ন থানায়।


নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলার চারটি থানার ওসিকে বদলি করা হয়েছে। ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মোঃ কামরুল আহসান স্বাক্ষরিত এক আদেশে দেশের অন্য ৩৩৮ ওসির সঙ্গে রাজবাড়ী ০৪ থানার ওসিকেও বদলি করে প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন জারির ৮ পৃষ্ঠায় তাদের নামের তালিকা পাওয়া যায়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে গোয়ালন্দ ঘাট থানার ওসি  স্বপন কুমার মজুমদারকে পাংশা থানায়, পাংশা থানার ওসি মোঃ মাসুদুর রহমান সখিপুর থানা শরীয়তপুর জেলায়, বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান কে পদ্মা উত্তর থানা মুন্সিগঞ্জ, কালোখালি থানার ওসি প্রানবন্ধু কে গোয়ালন্দ ঘাট থানায় বদলি করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স এর স্মারক নামায় এ প্রজ্ঞাপন জারি করেছেন ,নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার ৩৩৮ থানার ওসিকে বদলি করা হয়েছে। যাদের বদলি করা হয়েছে এরা সবাই ৬ মাসের অধিক সময় এই জেলায় দায়িত্ব পালন করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024