নীলফামারীর ডোমার উপজেলার কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ই ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোমনাতী উচ্চ বিদ্যালয়ে রংপুরের নর্দার্ন প্রোগ্রেসিভ এসোসিয়েটস্ লিমিটেডের আয়োজনে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মেসলেহুদ্দীন শাহ কোরাইশী।

এসময় আরও উপস্থিত ছিলেন—শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম, ডোমার আইডিয়াল একাডেমির উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিক আজিজ স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম বাপ্পি, গোমনাতী মডেল একাডেমীর অধ্যক্ষ মিজান আহম্মেদ প্রমূখ।

জানা যায়, কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০০ জন ও গোমনাতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এতে ডোমার আইডিয়াল একাডেমি, ইউনিক আজিজ স্কুল, বামুনিয়া আইডিয়াল একাডেমী, আলোক বর্তিকা একাডেমী, লাইফ লাইন স্কুল, গোমনাতী মডেল একাডেমী, আল হেরা শিশু একাডেমী, ওয়েসিস মডেল কিন্ডারগার্টেন, দারকামরী কিন্ডার গার্টেন সহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।

কেন্দ্র সচিব ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুরা পরীক্ষা দিচ্ছে। সকল শিক্ষক মিলে শিশুদের মেধাবী হিসাবে গড়ে তুলতে সার্বক্ষণিক চেষ্টা করে আসছি। শিশুদের পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের পরামর্শ প্রদান করছি। আশা করি আল্লাহর রহমতে তারা ভালো ফলাফল করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024