|
Date: 2023-12-08 10:31:08 |
ভাঙ্গা উপজেলায় যুবকের লাশ উদ্ধার। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮ টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পাড় বাস স্ট্যান্ডের কুমার নদের উপর জোড়া সেতুর নিচে। নিহত ছাত্র পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস(২০)।
নিহত সৌরভ নগরকান্দা কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার পুলিশ। এদিকে সৌরভের চাচা অমল বিশ্বাস জানান, সৌরভ গতকাল বৃহস্পতিবার সকালে একটা কাজের জন্য ঢাকায় গিয়েছিল। ঢাকা থেকে সন্ধায় বাসে বাড়ির দিকে রওনা হন। ভাঙ্গা বাস স্ট্যান্ডে নামার পরে মোবাইলে কথা তার সঙ্গে। এরপরে ওর মোবাইল ফোন বন্ধ থাকায় আর কথা হয়নি। পরে অনেক রাত হলে বাড়ির না ফিরলে আমাদের সন্দেহ হয়। আমরা ভাঙ্গা এসে অনেক খোঁজাখুঁজি করে রাতেই থানায় শরণাপন্ন হই।
আজ (৮ ডিসেম্বর)সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমার ভাতিজার লাশ শনাক্ত করি। আমার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার মাথায় ও পায়ে কোপের দাগ রয়েছে। খুনিরা ব্রিজের নিচে নিয়ে খুন করে পালিয়ে যায়। এদিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, বিষয়টি এখনই বলা যাচ্ছেনা হত্যা নাকি আত্মহত্যা। তবে বিষয়টি জানতে আরো অনুসন্ধান চালিয়ে জানাযাবে আসল রহস্য।
© Deshchitro 2024