নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের গত নভেম্বর মাসে প্রদত্ত সেবাসমূহের মাসিক পরিসংখ্যান প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নভেম্বর মাসে প্রায় সাড়ে ৯ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন।

শুক্রবার (৮ই ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী গত নভেম্বর মাসের পরিসংখ্যান প্রকাশ করেন।

পরিসংখ্যান অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ৬ হাজার ১৭২ জন, অন্তর্বিভাগে ১ হাজার ১৪৯ জন ও জরুরী বিভাগে ১ হাজার ৩৪৫ জন সহ মোট ৮ হাজার ৬৬৬ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এই মাসে বিছানা দখলের হার ছিল ১৬৮ দশমিক ৪৬ ভাগ।

আরও জানা যায়, নভেম্বরে গর্ভবতী ও প্রসূতি বিভাগের আওতায় প্রসব পরবর্তী সেবা (এএনএসি) গ্রহণ করেন ৫৪১ জন ও প্রসব পূর্ববর্তী সেবা (পিএনসি) গ্রহণ করেন ২৮৫ জন মহিলা। এছাড়া গত মাসে ১০৪টি নরমাল ডেলিভারি এবং ২৭টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়।

পরিসংখ্যানবিদের তথ্যমতে, হাসপাতালে গত এক মাসে ৪টি মেজর অপারেশনের মধ্যে হাইড্রোসিল অপারেশন ১টি ও হার্নিয়া অপারেশন করা হয় ৩টি। অন্যদিকে, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ১৩৭ ভায়া (ভিআইএ) পরীক্ষায় ৩ জনকে এই রোগে শনাক্ত করে চিকিৎসা প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024