|
Date: 2022-10-10 15:04:24 |
যুগে যুগে তুমি চির বিস্ময় এই নিখিল পৃথিবীর।
চির প্রেমী, চির চঞ্চল, তুমি চির দুর্দম।
দ্বিধাহীন তুমি চিরকাল ছুটে চলা তুমি
তুমিই প্রথম জাগালে প্রাণ চলরে নওজোয়ান।
শব্দ তোমার চাবুক কখনো বাক্য হয়েছে বাণ!
আবার তোমারি দরদী কণ্ঠে তুলেছ মানুষের জয়োগান।
প্রণয়ের তুমি প্রাণসখা বিরহীর আঁখি জল।
তুমি অনন্য তুমি কবিরও কবি
তুমি চির বিস্ময় তুমি চির-চিরঞ্জীব।
তুমি আমার অনুপ্রেরণা দিয়েছো সাহস বল
যুগে-যুগে তোমারি গেয়ে যাবো জয়গান।
© Deshchitro 2024