কবিরাও ভালোবাসতে জানে,জানো তো?মনে রস না থাকলে কবিতায় ছন্দ আসে না।

প্রেয়সীর কাজল চোখে তাকিয়ে কতশত কবি কত কবিতা,উপন্যাস আর গল্প লিখে যায়।প্রেয়সীর বিরহে প্রেমিক থেকে হয়ে উঠে কবি।কল্পনায়,অনুভবে সে তোমাকে লিখতে জানে সুনিপুণ ভাবে।

বাস্তবে সে প্রেম চায়,অনুভব চায়,কোমল স্পর্শে সে নিজেকে হারাতে চায়।

কবিও যে ভালোবাসতে জানে।

প্রেয়সীর শাড়ির আঁচলে নিজের মনটাকে বেঁধে রেখে কবি হয় খাঁটি প্রেমিক।ছলনা,জালিয়াতি আর ভণ্ডদের যুগে তুমি এমন খাঁটি প্রেমিক,আর পাবে কই?বলো...

কামনায় ডুবে থাকা কবিদের লাল টুকটুকে চোখ যুগল দেখে ভয় পাও বুঝি?সে চোখ যে প্রেমের আগমনী গান গায়,মায়ায় টইটম্বুর থাকে।

ও চোখে তাকালে তুমি নিজেকে সামলাতে পারবে তো?

নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁট যুগল দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিওনা যেন।ও ঠোঁট যে কেউ ছোঁয়নি।

এ যুগে এমন প্রেমিক আর পাবে কই?বলো...

যে ঊনবিংশ শতাব্দীর প্রেয়সী চায়,যে সাধারণ তুমিটাকেই চোখ বন্ধ করে ভালোবাসতে জানে।আধুনিক যুগে এমন সেকেলে,অতি সাধারণ নগন্য মানুষ তুমি আর কই পাবে?

একটু আদর পেলেই সে পোষ মানে।এতশত ললনার মাঝে তুমি যদি তাকে ভালোবাসতে পারো,তবে পৃথিবীর বাকি ৪০০ কোটি ২৩ লক্ষ ২৩ হাজার ৭৫১(তুমিসহ ৭৫২জন) জন ললনাকে অনায়াসে এড়িয়ে যাবে।

কবিদের ভালোবাসার দাম এ যুগে এক আধুলি।

অথচ তুমি ভালোবাসলেই এর দাম হয় আকাশ ছোঁয়া।ভালোবাসার নিলামে যদি তুমি কবিকে জয় করতে পারো,তবে তোমার জীবনে ভালোবাসার জন্য হাহাকার থাকবে না।একটাবার শুধু কবিতার প্রেমে না পড়ে,কবির প্রেমে পড়েই দেখো না।

জানো তো?

কবিরাও ভালোবাসতে জানে।আর সে ভালোবাসায় কোনো লুকোচুরি কিংবা ছলনা থাকে না–একটুও থাকে না।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024