• ছড়ার কবি শামীম খান যুবরাজের ছড়াসাক্ষাৎকার

• সাক্ষাৎকার গ্রহণ : জোবাইদুল ইসলাম


∆ জোবাইদুল :

ছন্দে ছড়ায় বলতে কথা

আমি এলাম আজ

কেমন আছেন? কোথায় আছেন?

শামীম যুবরাজ।


∆ যুবরাজ :

ছন্দে ছড়ায় এলে যখন

বলছি তখন হেসে

রবের দয়া- ভালো আছি 

প্রিয় নবির দেশে।


∆ জোবাইদুল :

ছড়া লেখার শুরু কবে

প্রথম প্রকাশ কীসে?

ছড়া লেখার বয়স কত

ঊনিশ নাকি বিশে?


∆ যুবরাজ :

কলম থেকে ছড়া আসে

সেই সে ছোটবেলা,

একই সাথে চলত পড়া

একই সাথে খেলা।


টইটম্বুর পত্রিকাতে

প্রথম ছাপা হলো,

সে খুশিটি প্রকাশ করা

যায় কি তুমি বলো?


ছড়া যখন লিখি তখন

বয়স ছিল দশে,

সেই বয়সেই মজে থাকি

নিত্য ছড়া রসে।


∆ জোবাইদুল :

নতুন যারা লিখছে ছড়া

পত্রিকারই পাতায়

নিত্য দিনে তারাই দেখি

ছড়ার পাড়া মাতায়।

বলেন কিছু তাদের জন্য

কেমন দেখেন গাঁথায়?


∆ যুবরাজ :

তাদের কথা বলব কী আর

হাত পাকা সব লেখা,

ভালোই লেখে- রোজই পড়ি

আমারও হয় শেখা।


∆ জোবাইদুল :

ছড়ার গুরু মানেন কাকে

কেউ কি এমন আছে?

নবীনরাও মানবে যাকে

শিখবে তারই কাছে।


∆ যুবরাজ :

গুরু মানে সবাই গুরু

সবার থেকে শিখি,

সবার ছড়াই মনে ছড়াই

আর প্রেরণায় লিখি।


সবার ছড়াই পড়তে হবে

শিখতে হবে পড়ে,

নয়তো ছড়া থেকে যাবে

অপক্ক-নড়বড়ে।


∆ জোবাইদুল :

ভালো ছড়া লিখতে হলে

করতে হবে কী?

কেমন করে মাখতে হবে

ছড়ার গায়ে ঘি?


∆ যুবরাজ :

একই কথা বলছি আবার

পড়তে হবে খুব,

ছড়া নিজেই লাফিয়ে, দেবে-

ঘিয়ের মাঝে ডুব।


∆ জোবাইদুল :

প্রথম বইয়ের প্রকাশ কবে

নাম রেখেছেন কী?

আরও কয়টি বই এসেছে

কবে এবং কী?


∆ যুবরাজ :

বিষ্টি ঝরে মিষ্টি সুরে

প্রথম বইয়ের নাম,

চৌদ্দ সালে এ বইখানা

মেলায় ওঠালাম।


আরো অনেক বই এসেছে

তিরিশ হলো পার,

প্রতি বছর নতুন নতুন

বইছি বইয়ের ভার।


∆ জোবাইদুল :

শেষের কথা বলেন এবার

প্রিয় ছড়াকার আছে?

যাদের ছড়া ভীষণ ভালো

লাগে আপনার কাছে।


∆ যুবরাজ :

আল মাহমুদ সবচে প্রিয়

তাঁর পরে বাদবাকি,

ছড়াকারের মুখগুলোকে

মনের মাঝে আঁকি।


∆ জোবাইদুল :

বিদায় নেয়ার ক্ষণ এসেছে

এবার তবে যাই

ধন্যবাদ আর সাথে জানুন

খোদা হাফেজ ভাই।


∆ যুবরাজ :

ভালো থেকো সুস্থ থেকো

আর লিখে যাও ছড়া,

ছোট্ট তুমি লিখছো দারুণ

নিত্য তো হয় পড়া।


দোয়ায় রেখো- থাকল দোয়া

অনেক বড় হবে,

মহান রবের আদেশ-নিষেধ

রেখো অনুভবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024