|
Date: 2023-12-09 04:15:19 |
দু'চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও মুসফিকুল আলম হালিম।
ইউএনও'র বদলি ঘোষণা হওয়ার পর থেকেই উপজেলা পরিষদ চত্বরে, অফিস কার্যালয়ে এমনকি ইউএনও'র বাসভবনে এমন হৃদয় বিদারক চিত্র দেখা গেছে।
© Deshchitro 2024