|
Date: 2023-12-09 04:32:39 |
লক্ষ্মীপুর পৌরসভার ০২ ওয়ার্ডে কালিবাজার রোড থেকে মেঘনা রোডের সংযোগ সড়কের একটি স্থান দীর্ঘদিন থেকে বেহাল দশায় এবং দূর্ঘটনা কবল অবস্থায় ছিলো। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ আহত হতো বলে জানান তারা। তা দেখে এলাকার স্থানীয় যুবকেরা এগিয়ে আসে এবং নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করে।
রাস্তার সংস্কারকাজ করতে আসা ইহ্সানুল হক পাবেল (২২) জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। বৃষ্টি হলে রাস্তায় কাদা-পানি জমে যায়, রাস্তা দিয়ে যানবাহন চলতে অসুবিধা হয়। রাস্তাটি বেশ পুরোনো, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়েছে, আমাদের যতটুকু সামার্থ ছিল তা আমরা করেছি বাকিটা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আর্কষণ করছি, রাস্তাটি ঠিক হলে স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং যানবাহন চলাচলের সময় কোনো দূর্ঘটনার কবলে পড়বে না।
© Deshchitro 2024