বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ত্রৈমাসিক সেরা লেখক ও সেরা সংগঠকের নাম প্রকাশ করা হয়েছে। আজ ০৮/১২/২০২৩ ইং, রোজ শুক্রবার অনলাইন প্লাটফর্ম গুগল মিটে সংগঠনটির মাসিক সাধারণ সভা ও লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গত তিন মাসের কার্যক্রম বিবেচনায় ত্রৈমাসিক সেরা লেখক ও সেরা সংগঠকদের নাম ঘোষণা করা হয়।

 



সংগঠনটির দপ্তর সম্পাদক ইমন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখাটির সভাপতি অমিত হাসান ত্রৈমাসিক সেরা লেখক ও সেরা সংগঠকদের নাম ঘোষণা করেন।




জানা যায় সেরা লেখকদের তালিকায় আছেন যথাক্রমে মুহাম্মদ সুলতান মাহমুদ, শাহাদাত হোসেন এবং সজীব কুমার রায়। অন্যদিকে সেরা সংগঠক হিসেবে যথাক্রমে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান নীল, সম্পাদকীয় পর্ষদ মো. হাসিবুল হাসান হিমেল এবং দপ্তর সম্পাদক ইমন হাওলাদার ও উপ দপ্তর সম্পাদক হাবিব হাসানের নাম ঘোষণা করা হয়।


উল্লেখ্য, ২০২০ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠিত হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024