|
Date: 2023-12-09 07:53:28 |
মোঃ ফরমান উল্লাহ, সংবাদকর্মী
একটা সময় "মা"কে নিয়ে টানাটানি হয় এটা আমার "মা"। এবার একটা সময় আসে তখন "মা" কে নিয়ে ঠেলাঠেলি হয় এটা তোর "মা"। প্রায় সকল "মা" এ অবস্থায় পড়তে হয়।
আমরা যখন ছোট ছিলাম তখন "মা" কে নিয়ে টানাটানি করি এটা আমার "মা"। কারণ তখন "মা" ছাড়া আমরা নিরুপায়। "মা" যদি রান্না না করে না খেয়ে থাকতে হবে। "মা"যদি রাগ করে কোথাও চলে যাওয়ার ভান করতো তখন মায়ের হাতে ঝুলে থাকতাম যাতে "মা" যেন কোথাও যেতে না পারে। কারণ "মা"চলে গেলে কে আদর করবে, কাকে "মা" বলে ডাকবো।
আমাদের ছোটকালের এমন কোন রাত দেখাতে পারবো না যে রাতে "মা" জরিয়ে না ধরে ঘুমাতে পেরেছি। স্কুল থেকে বাড়ি পৌছার পুর্বেই "মা" মা বলে ডাকতে শুরু করেছি। স্কুল থেকে এসে মনে হত কত দিন পর "মা"কে দেখলাম। কখনো "মা" যদি কারো বাড়িতে গিয়ে আসতে দেরী হতো তখন কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি। আরো কত কিছুই না করেছি।
আমরা যখন বড় হয়েছি, রোজগার করতে শিখেছি, নিজে নিজে চলতে শিখেছি তখনই আমরা পরিবর্তন হয়ে গেছি। আমরা ভুলে গেছি মায়ের প্রয়োজনীয়তা। তখন "মা"কে আমাদের নিকট বুঝা মনে হয়। তখন "মা"কে নিয়ে শুরু হয় ঠেলাঠেলি। আমরা একজন বলি এটা তোর "মা" আরেক জন বলি না এটা তোর "মা"। ছোট বেলার মত করে "মা"কে নিয়ে টানাটানি করে বলি না এটা আমার "মা"।কারণ আমরা এখন মনে করি আমরা স্বয়ংসম্পুর্ন। মায়ের আর প্রয়োজন নেই। " মা" হয়ে যায় তখন আসহায় অবুঝ শিশু। এক মুটো খাবারের জন্য "মা"কে ঘুরতে হয় সন্তানের দ্বারে দ্বারে। আমরা মনে করি না যে আমরাও একদিন এ পরিস্থিতে পড়তে পারি।
আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক এবং সব সময় সকলে এটাই বলি এটা আমার "মা"। তাহলেই আমাদের জীবন স্বার্থক সুখের হবে।
© Deshchitro 2024