হাটহাজারী থানাধীন ইছাপুর জান আলী চৌধুরী ঘাটা এলাকায় পিকআপের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।


০৯ ডিসেম্বর সকাল অনুমান সাড়ে দশটার সময় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জান আলী চৌধুরী ঘাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিক আপের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হলে ভিকটিমকে উপস্থিত লোকজন তৎক্ষনাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বাড়ি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের জান আলী চৌধুরী বাড়িতে (প্রকাশ সালাউদ্দিন চেয়ারম্যানের বাড়ি)।


প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তৎক্ষনাৎ তারা চমেকে নিয়ে যায় এবং সেখানেই ভিকটিমের মৃত্যু হয়।


স্থানীয় সূত্রে জানা যায় মাত্র তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024