নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের ৭নং গোটিয়া সড়কের পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাড় না থাকায় সওজ ও এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে। রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও ভাঙনের মুখে পড়ে হেলে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় কোন  দূর্ঘটনা।গোটিয়া ও নাছিয়ারকান্দী গ্রামের  মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি পুকুরে গিলে খাচ্ছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি পুকুরের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে।

 

মহিষমারী,গোটিয়া,দেবত্তর,নাছিয়ারকান্দী,কালিনগর সহ প্রায় ৬/৭ টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। এলাকার কৃষকগণ তাদের উৎপাদিত ফসল এ পথ দিয়ে নাজিরপর বাজার এবং এলাকার বৃহৎ হাট বিলদহর নিয়ে গিয়ে কেনা-বেচা করে। এ ছাড়া এলাকার শত শত শিক্ষার্থী এ সড়ক দিয়ে সৈায়দা রহমান স্কুল এন্ড কলেজ,গোটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোটিয়া মহিসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা, মহিষমারী উচ্চ বিদ্যালয়, নাজিরপুর সরকারি ডিগ্রী কলেজে আসা যাওয়া করে। অথচ গুরুত্বপূর্ণ এ সড়কের গোটিয়া গ্রামের একটি পুকুর রাস্তাটিকে গ্রাস করছে।

 

 খোঁজ নিয়ে জানা গেছে, গোটিয়া বাজার থেকে নাছিয়ারকান্দী বটতলা পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় চামারী ও কলম  ইউনিয়নের গোটিয়া ও নাছিয়ার কান্দী এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে কয়েকটি পুকুর রয়েছে। ওই পুকুরে মৎস্যচাষিরা মাছ চাষ করছেন। এ ছাড়া ওই সড়কের পুকুরের বাঁধাই করা না থাকায় এলজিইডির রাস্তাটির বড় একটি অংশ ভেঙে যাচ্ছ। গোটিয়া গ্রামের সোহেল রানা বলেন, এখানে অনেকে মিলে মাছ চাষ করে। পুকুরেগুলোর  পাড় ছিল। ধীরে ধীরে সেটা ভেঙে গেছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024