|
Date: 2022-10-10 17:20:34 |
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত কুড়িগ্রাম বিনির্মাণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক ও অতি দরিদ্রদের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে দুটি ছাগল ও নগদ তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে, কুড়িগ্রাম জেলাপ্রশাসকের কার্যালয়ে জেলাপ্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর উপস্থিতিতে পয়ত্রিশ জন অতি দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে এ সহায়তা বন্টন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে, পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সিভিলসার্জন ডাঃ মঞ্জুর এ মুর্শেদ,পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক জনাব মোঃ মিনহাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সহযোগিতা নিয়ে উপকারভোগীরা যেন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন সেজন্য জেলাপ্রশাসক উৎসাহ প্রদান করেন।
এ সময় তিনি বলেন, খামার তৈরির ব্যাপারে ভবিষ্যতে উপকারভোগীদের আরও কারিগরি সহায়তা প্রদান করা হবে।
© Deshchitro 2024