‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে- দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘ডোমার ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ (ডিডিএ) পদকে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএকে ‘ডোমার ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পদকে ঘোষণা করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘দুর্নীতির কারণে দেশে দুর্ভোগ বাড়ছে ও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে‌। দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে হয় না, সর্বত্র হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আমরা বাস করি। তোমরাই আগামীতে দেশের কর্ণধার হবে। তোমরা দুর্নীতি করবে না, দুর্নীতি প্রতিরোধ করতে চেষ্টা করবে। সাদা মনের মানুষ হতে হবে। মনে রাখতে হবে- দুর্নীতি জিতলে, দেশ বাঁচবে না।’

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্কাউট সদস্য সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024