নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সরকারের জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে আজ।

শনিবার (৯ই ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরীফ মাঠে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সরকারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান ও সঙ্গীয় ফোর্স গার্ড অব অনার প্রদান করেন।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রাব্বানী বুলবুল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মখদুম আজম মাশরাফি তুতুল, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শাহাদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ।

উল্লেখ্য, আজ শনিবার (৯ই ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি নিজ ভোগডাবুড়ী প্রগতিপাড়ার নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী ও চার পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024