|
Date: 2023-12-09 11:27:44 |
"নারীর জন্য বিনোয়গ.সহিংসতা প্রতিরোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৯ ডিসেম্বর) র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদাণ করা হয়। বেলা সাড়ে ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মাহমুদুর রহমান পিন্টু। আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা বরুন কুমার পাল, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ক্রেডিট সুপারভাইজার সোহান পারভেজ, আলমগীর হাসান, জয়িতাদের মধ্যে আশামুনি, তাসমেরী খানম, শেলি আক্তার প্রমুখ।
সভায় বিভিন্ন ক্যাটারগরিতে ৫জন নারীকে শ্রেষ্ট জয়িতার সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
© Deshchitro 2024