|
Date: 2023-12-09 11:43:28 |
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন উদ্যোগে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়র মানববন্ধন ও 'দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথির চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ।
দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহমুদ হাসান’র সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত 'দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন - দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে, দুর্নীতিমুক্ত সমাজ, নাগরিক, অর্থনীতি ও সরকার এগুলোর সমন্বয় ঘটাতে পারলে সে স্বপ্ন বাস্তবে পরিণত হবে। দুর্নীতি কিন্তু এককভাবে নিয়ন্ত্রন করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের নায্য অধিকারের বিষয়ে সচেতন হই, তাহলে এ দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধের পূর্বশর্ত হলো নিজেকে দুর্নীতিমুক্ত রাখা এবং নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে দুর্নীতির কোন স্থান নেই উল্লেখ করে তিনি দুর্নীতি প্রতিরোধে সকলকে যার যার জায়গা থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হওয়ার আহবান জানান।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষ, নারী ও শিশু। কারণ সমাজে তাদের প্রভাব কম থাকে। এখন দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যেমন ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান। বিভিন্ন উপকারভোগীদের ভাতা নিজ নিজ মোবাইলে প্রদান করা হয়। এরফলে সাধারণ মানুষ দুর্নীতির প্রভাবথেকে রেহাই পাচ্ছে। আমি নতুন প্রজন্মকে বলব আপনারা আজকের প্রতিপাদ্য বিষয়- উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।
এতে আরো বক্তব্য রাখেন ডিআইজি নুরেআলম মিনা, পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ ।
© Deshchitro 2024