নীলফামারীর ডোমারে নিমোজখানা সার্বজনীন হরিমন্দির শ্রীমদ্ভাগবত গীতা পাঠশালার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (৯ই ডিসেম্বর) উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের বোড়াগাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে গীতা পাঠশালার উদ্বোধন করেন—নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায় (বাদল)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়।

৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুনের প্রধান পৃষ্ঠপোষকতায় ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, ডোমার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ কুমার আগরওয়ালা প্রমুখ সহ হিন্দু সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024