|
Date: 2023-12-09 12:47:06 |
শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেল উপকূলের পাঁচ নারী
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মাদ তেজারত, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, শ্যামনগর থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জয়িতা সম্মাননা প্রাপ্ত নারী শংকরী রানী প্রমুখ।
জয়িতা সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে উপজেলার পদ্মপুকুর ইউপির বাইনতলা গ্রামের মোছাঃ হোসনেয়ারা পারভীন, সফল জননী হিসাবে বুড়িগোয়ালিনী ইউপির পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোছাঃ রাবেয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসাবে মুন্সিগঞ্জ ইউপির কুলতলী গ্রামের শংকরী মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসাবে আটুলিয়া ইউপির দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের আঞ্জুয়ারা খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রাখায় মুন্সিগঞ্জ ইউপি সদস্য কদমতলা গ্রামের নীপা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ জয়িতা সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে ক্রেষ্ট, সনদ ও অর্থ প্রদান করেন। উল্লেখ্য যে, রোকেয়া দিবস উদ্যাপনের পূর্বে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কালের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা প্রাপ্ত পাঁচ নারী।
© Deshchitro 2024