|
Date: 2023-12-10 08:06:43 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি দীর্ঘ সাত বছর যাবত পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামীর নাম শাহাদাত হোসেন (৩৫)। সে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে। শনিবার (৯ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১২ সালে ঢাকার কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় ২০১৬ সালে তাকে ৫ বছরের সাজা প্রদান করে আদালত। তখন থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024