মুক্তি মহিলা সমিতির আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।


মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি 


নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতিতে  আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়।


রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে মুক্তি মহিলা সমিতির পরিচালক মর্জিনা বেগম এর সভাপতিত্বে মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে  র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুক্তি মহিলা সামনে রেল স্টেশন গিয়ে ঘুরে পুনরায় মুক্তি মহিলার সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির পরিচালক মর্জিনা বেগম, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জু, পায়াকট বাংলাদেশের কো অডিনেটর শেখ রাজীব, গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক (ম্যানেজার) জুলফিকার আলী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ ও অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। র‍্যালির পর গণসাস্থ্য কেন্দ্রের  মাঠে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তরা  দিবসটির তাৎপর্য তুলে বক্তব্য রাখেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024