‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায় ' এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস  উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে  মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয় ।

১০ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সার্কমানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম, আইনসহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটি,হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চট্টগ্রাম, নারী ও শিশু অধিকার ফোরাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক  সংস্থা চট্টগ্রাম,ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয়,জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা বিভিন্ন ব্যানার,ফেষ্টুন নিয়ে সমবেত হন।এই সময় বক্তারা বলেন -  মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখা , জনগনের ভোটের অধিকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানবাধিকার সুরক্ষার কাজে নিয়োজিত জাতীয় মানবাধিকার কমিশনসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি, গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখা জরুরি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024