কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরসার সক্রিয় সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে র‌্যাব জানিয়েছেন।


গ্রেফতারকৃত হলো উখিয়ার ১৩ নং তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দুল বাসার ছেলে


সাইফ উল্লাহ(২১)ও আরসার সক্রিয় সদস্য ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইমান হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৭)।গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে চট্রগ্রামের পাহাড়তলী ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন ধৃত আসামীদের কক্সবাজার জেলা হাজতে প্রেরণ করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024