|
Date: 2023-12-10 14:51:29 |
যশোরের অভয়নগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হেলমেট ও কাগজপত্র বিহীন ৭ জন মোটরসাইকেল চালকে জরিমানা সহ নওয়াপাড়া বাজারের সকল পেঁয়াজ ব্যবসায়ীকে সতর্কবার্তা প্রদান করেন উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড)।
রবিবার বিকাল থেকে নওয়াপাড়া কাঁচা বাজার সহ যশোর খুলনা মহাসড়কে উপর পার্বণ হোটেলের সামনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৭ জন মোটরসাইকেল চালকে হেলমেটে কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোটরসাইকেল চালকরা হলেন শাহনুর রহমান ৫০০,শামীম হোসেন ৫০০০,সোয়ানুর রহমান ১০০০,সোহেল তালুকদার ৩০০০,মঙ্গলদীপ বিশ্বাস ৩৫০০,মাসুদুর রহমান ২০০০,সাজু মোল্লা ১৫০০০।কাঁচা বাজারের ঋত্বিক ভান্ডার৯৭ বস্তা পেঁয়াজ ও মেসাস সেতু ভান্ডার ২৭ বস্তা পেঁয়াজ সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কথা বলেন।তাছাড়া অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করলে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
© Deshchitro 2024