চৌকস গোয়েন্দা শাখা (ডিবি)নরসিংদী কর্তৃক ৪ কেজি গাঁজাসহ ২ গ্রেফতার করেছে ২ জন মাদক ব্যবসায়ীকে।


জেলা গোয়েন্দা শাখার এসআই সাদেক সঙ্গীয় অফিসার ও কয়েক জন পুলিশ সদস্যের একটি ফোর্স অভিযান চালায় বেলাব থানা এলাকায়। উক্ত অভিযানে আটক করা হয়  চিহ্নত  মাদক ব্যবসায়ী নবী হোসেনকে। গ্রেফতারের সময় তার কাছে থাকা  ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।


জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অপর একটি টিমের এসআই হাসানের নেতৃত্বে ডিবির একটি ফোর্সসহ  নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হৃদয়কে দুই  কেজি গাঁজাসহ আটক করেন।


জেলা ডিবি জানায় এই দুইজন দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেলাব থানা ও নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024