|
Date: 2023-12-10 16:13:04 |
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)
শীত শুরু হয়ে গেছে। তবে এই শীতে খুব কষ্টে থাকে গরীব দুখি দিন মজুর মানুষ। পক্ষান্তরে ধনীরা থাকে আরাম আয়েশে। সমাজের বহু বিত্তবান এসব মানুষের কোন খোজ খবর নেই না। কিন্তু তাদের মধ্যে অনেক বিত্তবান রাতে ঘুমানোর সময় ভাবে এসব গরীব দুখি ও অসহায় মানুষের কথা। এই প্রচন্ড শীতে তাদের রাত যাবে কি করে। গরীবের জন্য তাদের মন কাদে। এমনই এক মানুষ কতৃক লোহাগাড়ার বড়হাতিয়ায় অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর,রবিবার বিকেলে বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার,বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল খলিফার পুত্র , যুবলীগ নেতা কাইছার হাছান বাপ্পীর পক্ষ থেকে চান্দির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ১৫০জন অসহায়,দুঃস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার যুবলীগ নেতা কাইছার হাছান বাপ্পী, এলাকার বাসিন্দা আরিফ,মুজিবুর রহমান, ফোরকান,চিকিৎসক সুজন নাথ, যুবলীগ নেতা খোকন কান্তি দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার যুবলীগ নেতা কাইছার হাছান বাপ্পী জানান, শীতের কন কনে কাপছে এলাকার অসহায় মানুষ। প্রতি বছরের ন্যায় এ বছরের শীতের শুরুতে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।
© Deshchitro 2024