মেধাবৃত্তি পরীক্ষায় শাহ বায়েজিদ( রঃ) ইসলামি একাডেমীর সাফল্য। 




লাখাইয়ের শাহ বায়েজিদ ( রঃ) ইসলামি একাডেমীর শিক্ষার্থীদের হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর মেধা বৃত্তি -২০২৩ এ সাফল্য লাভ করে ছে।

হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ এর আয়োজনে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা২০২৩ এ অংশ নিয়ে লাখাইয়ের বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ ( রঃ) ইসলামি একাডেমির শিক্ষার্থীরা সাফল্য লাভ করেছে।

জানা যায় ২০২৩ সালের মেধাবৃত্তি পরীক্ষায় শাহ বায়েজিদ ( রঃ) ইসলামি একাডেমির ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

এতে ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। 

এর মধ্যে ৫ জন টেলেন্টফুল ও ১০ জন সাধারণ বৃত্তি পেয়েছে। 

টেলেন্টফুল বৃত্তি প্রাপ্তরা হলো

মারিয়া ইসলাম সোহানা,মৌফিদা রহমান, মাহমুদুল হাসান রাফি,রাইয়ান বিন আরএম,ইসাম আল ইমরান লামইয়াদ।

সাধারণ বৃত্তি প্রাপ্তরা হলো

মোঃ আরাফাত রহমান নিরব,

মোঃসাজ্জাতুল ইসলাম জিহাদ, 

মোবাশ্বিরা জান্নাত সামিয়া, 

মোঃ মাসুম বিল্লাহ, 

লক্ষী রানী দাস, 

মোঃ মাহির তাজহার তাসিন,

জান্নাত আলম নোহা,

সিয়াম হোসেন, 

শাহ জোসেফ আহমেদ তায়েব,

মোঃ জহির উদ্দিন তামিম। 

উল্লেখ্য ২০২২ সালের মেধাবৃত্তি পরীক্ষায় এ একাডেমির ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছিল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024