ঝালকাঠির রাজাপুরে নারী পক্ষের উদ্যোগে সাতুরিয়া ও শুক্তাগড় ইউনিয়নের ব্যাক্তিবর্গের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাইডো’র প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান খান, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হ্য়াদার নিপু, সাংবাদিক রেজাউল ইসলাম পলাশ ফরাজী, শুক্তাগড় ইউপি সদস্য ও শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম মল্লিক এবং শুক্তাগড় ইউপি সচিব স্বপন কুমার ওঝা সহ প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024