|
Date: 2023-12-11 10:15:52 |
নীলফামারীর ডোমারে ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর প্রীতি ম্যাচে স্বাগতিক ডোমারকে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে বগুড়া জেলা নারী ফুটবল দল।
সোমবার (১১ই ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের প্রধান পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের ২-০ গোলে পিছিয়ে পড়ে ডোমার নারী ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করলেও পরে আরও ৪টি গোল হজম করে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের খেলা শেষে বগুড়া জেলা নারী ফুটবল দল ৬-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন—শ্রুতি রানী। এছাড়া সহযোগী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন—ইমি চিং মারমা ও মিজান আহমেদ। এছাড়া খেলায় ধারাভাষ্য প্রদান করেন—এস এম ওয়াহেদুল ইসলাম বকুল।
প্রীতি ম্যাচটিতে উপজেলা ফুটবল একাডেমির প্রতিনিধিবৃন্দ সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024