নবাগত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল। সোমবার ১১ই ডিসেম্বর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকরা নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসারকে বরণ করে ফুলের শুভেচ্ছা জানান।


এসময় নবাগত নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সদরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলতে চাই। সদর উপজেলার সামগ্রীক উন্নয়নে নিরলসভাবে কাজ করতে চায়। সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সদর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মকুকুল হোসেন, ফয়জুল হক বাবু, অনিমেষ সরকার ও লুৎফুন্নেছা প্রমুখ। 


এসময় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024