|
Date: 2023-12-11 12:28:10 |
আসলেই কি বৃষ্টি হবে??"
লেখক মোঃ কায়সার আলাম
দাড়িয়ে আছি প্রকৃতির মাঝে
শীতল বাতাসে
ঠান্ডা শীতল বাতাস,
মেঘাচ্ছন্ন আকাশ,
গাছেরা নাড়া দিচ্ছে।
নিজ কান্ডের কঠোরতা অনুযায়ী।।
পাখিরা জানিয়ে দিচ্ছে বৃষ্টির আগমনী বার্তা
আসলেই কি বৃষ্টি হবে??
নাকি এমন শীতল বাতাসে মন জোড়াবে???
© Deshchitro 2024