|
Date: 2023-12-11 13:05:12 |
খাগড়াছড়ি জেলার রামগড়ে, ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতের দিনব্যাপি শ্বাসরুদ্ধকর
অভিযান,১১ই ডিসেম্বর দুপুর থেকে সন্ধা পর্যন্ত রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
রামগড় বাজার, সিনেমা হল বাজার, সোনাইপুল বাজারে, অভিযানে চালিয়ে আলু,পেয়াঁজের, আড়ৎ ও মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের কৃত্রিম সংকট রোধে এবং দোকানে মুল্য তালিকা না থাকায় বেশি দামে পেয়াঁজ বিক্রি করার অপরাধে ‘ কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এর বিভিন্ন ধারায় ১২টি দোকানে মোট তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024