|
Date: 2023-12-11 14:39:31 |
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ ২০২৩-২০২৪ অর্থ বছর এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গলাচিপা সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা মো. মাহামুদুল হাসান সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকতা আরজু আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মো. আকরামুজ্জামান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।
এ সময় খাদ্য গুদামের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে অভ্যন্তরীন চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা হচ্ছে চাল ৮ শত ৯ মেট্রিক টন যার প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা এবং ধান ১ হাজার ৮৭ মেট্রিক টন যার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা হারে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতি কৃষক ৩ টন মেট্রিক টন ধান দিতে পারবে গুদামে। ধান-চাল সংগ্রহ অভিযান শুরু ১১ ডিসেম্বর ২০২৩ শুরু হয়ে পুরো মৌসুম চলমান থাকবে।
© Deshchitro 2024