|
Date: 2023-12-11 15:20:14 |
ভাঙ্গা উপজেলায় কিল ঘুষিতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যার পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে। নিহত বৃদ্ধা কুমারখালী গ্রামের মৃত্যু মোস্তফা হাওলাদার স্ত্রী। এ ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমারখালী গ্রামের একই বাড়ির শিশুদের মাঝে খেলাধুলা নিয়ে ঝগড়াঝাঁটি হয়। সেই জের ধরে আকমত হাওলাদারের স্ত্রী সাথী বেগমের সঙ্গে প্রতিবেশী রেজাউল হাওলাদারের স্ত্রী শিল্পী বেগম, পান্না বেগম ও নিহত ছানু বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সাথীর ভাসুর আতিয়ার এসে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরে আতিয়ার বৃদ্ধা মহিলা আনোয়ারা বেগম ওরফে শানুকে চড় থাপ্পড় দিলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, ঘটনায় একটু হত্যা মামলা হয়েছে।এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন রয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
© Deshchitro 2024