|
Date: 2023-12-11 15:43:02 |
ধলো মানুষের ভেতরটা যদি হয় কালো,
অন্ধ সমাজ বলবে, সে হয়তো ভালো।
কালো মানুষের মনটা যতই হোক ভালো,
অন্ধ সমাজ বলবে, ভালো হলেও মানুষটা তো কালো।
দেখবে সবাই সে কোন বংশের লোক,
নৈতিকতা বিবর্জিত যতই সে হোক।
কৃপণ ধনীদের ভালো বলে সবার মন ভরে,
গরীব মানুষ দানবীর হলেও দরিদ্রতায় ধরে।
কথার মধ্যে নয় -ছয় চর্তুরতার রাশি,
দেখবে তোমরা, এ সমাজে প্রতারণাই বেশি।
দুধ কিনলে, দুধের বদলে দেবে সবাই ঘোল,
মায়ের মতন হৃদয় কী সবার আর কোমল।
যোগ্যতা সম্পন্ন মানুষ এখন দেখ বে-জার,
যোগ্যতা নয়, টাকা দিয়েই হয় বিচার।
এ জগতে সবাই এসব করেই চলে,
তাইতো এ জগতকে অন্ধসমাজ বলে।
••••••
লেখিকা : সৈয়দা হুমায়রা সাচী
শিক্ষার্থী, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
© Deshchitro 2024