|
Date: 2023-12-11 16:10:32 |
আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গত ৯ ডিসেম্বর অনুষ্টিত চকরিয়ায় আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফলে হাজারোধিক শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে গোল্ড মেডেল (স্বর্ণপদক)সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী জাইমা মাহজাবিন।
সে চকরিয়া উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
জাইমা মাহজাবিন কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাঘখালী গ্রামের।তার পিতা মকছুদ আহমদ,বেঞ্চ সহকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,কক্সবাজার, ও মাতা- হুর-ই-জন্নাত লিপি, সহকারী শিক্ষক রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,চকরিয়া।এ কৃতিত্বের জন্য রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীত প্রধান শিক্ষক ও সকল সহকারী শিক্ষক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব মোঃ মঈন উদ্দিন রেজা, সহকারী শিক্ষক, উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যিনি কৃতি শিক্ষার্থীর মামা ও তাহার সার্বিক তত্বাবধানে এই সাফল্য।
কৃতি শিক্ষার্থী জাইমা মাহজাবিন ইতিপূর্বেও বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষা ও প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন এবং কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসকের হাত থেকেও পুরস্কারপ্রাপ্ত হয়েছেন।
সন্তানের এই সাফল্যে গর্বিত পিতা-মাতা মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ধারাবাহিকতা অব্যাহত সহ ভবিষ্যতে আরো সফলতা অর্জনে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
© Deshchitro 2024