ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ সুরভি ৮ এর সাথে টিপু ১৪ লঞ্চের সংঘর্ষে নিহত সোহেল নামের এক যুবক নিহত হয়েছেন।

নদীতে ঘন কুয়াশার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা যাচ্ছে। 

নিহত সোহেল ভোলা চরফ্যাশন আমিনাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজি বাড়ীর সেলিম ফরাজির ছেলে। লঞ্চের যাত্রিদের সাথে কথা বললে তারা জানান ভোলা থেকে প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেরে যায়। পরে লঞ্চটি হাইমচর নামক একটি যায়গায় আসলে ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু ১৪ লঞ্চের সাথে সংঘর্ষ হয়। সুরভি ৮ লঞ্চের ডান দিক ভেঙে গুড়িয়ে যায়। এতে করে অনেক যাত্রি আহত হন। আহতদের মধ্যে থেকে একজন মারা যান। জানা যায় সুরভি ৮ লঞ্চটি বর্তমানপ হাইমচরে আটকে আছে।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024