ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

১১ ডিসেম্বর রাতে উপজেলার দপদপিয়া এলাকা থেকে নলছিটি থানার এস আই শহীদুল ইসলাম'র নেতৃত্ব অস্ত্র উদ্ধার করা হয়। 

জানা গেছে, নলছিটি থানার একটি বিশেষ অভিযান টিম ১১ ডিসেম্বর রাতে দপদপিয়া ইউনিয়ন কলেজের দক্ষিন-পশ্চিম পাশে মাস্টার বাড়ির রাস্তার সামনে গাছের পাশে থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। ওই বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় থাকা ২টি রামদা ও ২টি চাপাতি উদ্ধার করে। এসময় শহীদুল ইসলাম'র সাথে ছিলেন এসআই মাইনুল ইসলাম ও এএসআই মো.কাওসার আহমেদ। 

এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান কালে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর সাথে জরিতদের খুঁজে বের করতে অভিযান চলমান রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024