|
Date: 2023-12-12 08:39:24 |
দুপুর ১২ টা। এডওয়ার্ড কলেজের শহীদ মিনার চত্ত্বরে একদল তরুণ-তরুণী বই নিয়ে মাতামাতি চলছে তখন। দুপুর গড়িয়ে যখন পড়ন্ত বিকেল, তখন জানা গেলো, পাবনা জেলায় যাত্রা শুরু করলো বিনামূল্যে বই পড়ার সংগঠন বই-বিহঙ্গ। এটি তারই উদ্বোধনী আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ফরিদপুর জেলার পর বই-বিহঙ্গ যাত্রা শুরু করলো পাবনা জেলায়।
জীবনে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে বই,বই এবং বই। আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। অথবা অস্কার ওয়াইল্ডের সেই বিখ্যাত উক্তি, একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার বই পড়ার ধরণ দেখে তা অনেকাংশে বোঝা যায়। বই মানুষকে রুচিশীল করে তোলে।বিনামূল্যে পাঠকদের ঠিকানায় গিয়ে তাদের পছন্দের বই পৌঁছে দেওয়াই বই বিহঙ্গের অন্যতম লক্ষ্য।
প্রায় ২৫ জন সদস্য নিয়ে পাবনা জেলায় বই বিহঙ্গ কাজ শুরু করেছে এবং পাঠক রয়েছে প্রায় ৫০ জন।সদস্যদের প্রধান কাজ পাঠকদের নির্ধারিত ঠিকানায় গিয়ে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া। পাঠক হিসেবে পাবনা জেলার যে কেউ বই বিহঙ্গ থেকে তাদের পছন্দের বইগুলো নিতে পারবে। সেক্ষেত্রে পাবনা শাখার প্রতিনিধিদেরকে পছন্দের বইয়ের কথা জানালে তারা বইটি পোঁছে দেবে, পড়া শেষ হলে নির্দিষ্ট দিনের পর বইটি আবার ফেরত দিতে হবে।
১১ই ডিসেম্বর, সোমবার। সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বই বিহঙ্গের যাত্রা। পাবনার পাঠক এবং সদস্যদের সাথে উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছিলেন বই-বিহঙ্গের সহ-প্রতিষ্ঠাতা মোঃ খশরু। তিনি বলেন, যেসব সাহিত্যের সাথে বাস্তবতার মিল পাওয়া যায় সেগুলোকে সবার মাঝে পৌঁছে দেয়া প্রয়োজন। এমন কিছু বই কখনোই বই-বিহঙ্গ পাঠকদের হাতে তুলে দেবেনা, যা বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিপন্থী।
অনুষ্ঠানে পাঠকদের আলোচনা-সমালোচনা পর্বের মাঝেই ছিলো সাংস্কৃতিক আয়োজন। সদস্য ও পাঠকদের কবিতা আবৃত্তি এবং ‘প্রতিজ্ঞা’ দলের গাওয়া গানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এডওয়ার্ড কলেজের শহীদ মিনার চত্ত্বর।
এক ঝাঁক মুক্ত পাখির মতো প্রাণবন্ত হয়ে উঠছে পাবনা শাখায় বই বিহঙ্গের পথচলা। স্মার্টফোন আর ইন্টারনেটের আধুনিক যুগে বই পড়ার প্রাচীন ঐতিহ্য হারাতে বসেছে। তবে এমন কিছু সংগঠন এবং সংগঠনের মানুষদের উদ্যেগে বই বেঁচে আছে এখনো, বেঁচে থাকবে।
বইয়ের প্রতি আগ্রহ জাগাতে ও পাঠকদের চিন্তা ভাবনা মুক্ত পাখির মতো প্রাণবন্ত করে তুলতে পাবনায় উদ্বোধন হলো ‘বই বিহঙ্গ’।
© Deshchitro 2024