|
Date: 2023-12-12 08:59:38 |
বেসরকারি প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাটখিল ১২৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিণ বাজার ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় চাটখিল বাসীকে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চাটখিল কলেজ ছাত্র সংসদের ভিপি ও পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন (চলতি দায়িত্ব), ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্যা খান, চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল ইসলাম, এনসিসি ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার মোঃ ফখরুল, ডাঃ নোমান, আযম ও মোঃ তসলিম রিপন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতীয়, জাতীর জীবনে ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এনসিসি ব্যাংক ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করে অদ্যবদি অত্যান্ত সুনামের সাথে ব্যাংক পরিচালিত হয়ে আসছে। চাটখিলও উন্নত মানের ব্যাংকিং সেবা আপনাদের মাঝে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।
© Deshchitro 2024