মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের দয়ের পাড়া গ্রামে নাজমা খাতুন (২৫) নামের একজন নারী শ্রমিকের ভ্যানের চাকার সাথে ওড়না জড়িয়ে মৃত্যু হয়েছে। নাজমা খাতুন ঐ এলাকার আসমত আলীর মেয়ে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে কাজিপুর ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে

স্থানীয়রা জানাই, নাজমা খাতুন একজন নারী শ্রমিক, সে আজ সকালে তার নিজ বাড়ি থেকে ভ্যানে চড়ে কাজীপুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে অসাবধানবশত সাহেবনগর কাছাকাছি পৌঁছালে তার গলায় থাকা ওড়নাটি ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024