|
Date: 2023-12-12 10:37:29 |
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমি কমিশনার রুহুল আমিন,ভোক্তা অধিকার রংপুর জেলা শাখার অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান,মিঠাপুকুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি উমর ফারুক,রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক লালন সরকার,মিঠাপুকুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মেহেদী হাসান রিপুল সহ বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরা।
আলোচনা সভা শেষে মিঠাপুকুর গেসাইহাট বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈশাখী হোটেল ও মা স্টোরের ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঁচা বাজারে ১১০ টাকা কেজি মাইকিং করে পেঁয়াজ বিক্রির নির্দেশ প্রদান করেন।
© Deshchitro 2024