|
Date: 2023-12-12 11:50:39 |
যশোরের অভয়নগর উপজেলার ফসলের মাঠে-মাঠে নীল আকাশের নিচে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের বুকে এখন সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ।
চারদিকে হলুদ গালিচা বিছিয়ে যেনো অপরূপ সাজে সেজেছে মাঠঘাট। কিছুদিন আগে উপজেলার বিভিন্ন মাঠ থেকে ঘরে উঠেছে আমন ধান। এখন সেই জমিতেই শোভা পাচ্ছে হলুদ বরণ সরিষা ফুল। বাতাসে ঢেউ তুলছে সেই সরিষা ক্ষেতে দিগন্ত জোড়া হলুদের বুকে। উপজেলার পে্রমবাগ, সুন্দলী, চলশিয়া,পায়রা, শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ,সিদ্দিপাশা সহ বিভিন্ন এলাকার মাঠে দেখা যায়, সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে সরিষা ফুলের হাসির ঝলকে মাতয়ারা হয়ে উঠে চারদিক। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। এসময় ফুল থেকে মধু আহরণে ব্যাস্ত মৌমাছিরা। এরই মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৌসুমটা এখন সরিষার। তাই গ্রামের মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে।কিছুদিন আগে বৃষ্টি হলেও এখন মাঠে মাঠে হলুদ বরণ ফুল মাথা উঁচু করে দাঁড়িয়েছে হাসি ফুটেছে কৃষকের। হলুদে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত। মাঠজুড়ে তাই ফুলের মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। মৌমাছির গুনগুনিয়ে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াচ্ছে। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি কাঙ্খিত ফলনের আশা করছেন কৃষকরা। একসঙ্গে ফোটা ফুলগুলো রোদ ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে। আর তা দেখতে ভিড় করছেন শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রকৃতি প্রেমীরা। ‘ফাও’ ফসল হিসেবে খ্যাত এ ফসলের বাম্পার ফলনের হাতছানিতে হাসি ফুটেছে চাষিদের মুখে। অন্তর্বর্তী সময়ে চাষ করে উপযুক্ত মূল্য পাওয়ায় কৃষকরা অধিক হারে সরিষা আবাদের দিকে মনোনিবেশ করেন । জানা গেছে, প্রতিবছর কার্তিক মাসের শেষের দিকে চাষ হয় সরিষা ফসল। পৌষ মাসের মাঝামাঝি সময়ে এর কর্তন হয়। এ জমিতে সরিষা চাষের সময় যে সার প্রয়োগ করা হয় তা আবার ধান চাষের জন্য যথেষ্ঠ উপকার হয় বলে কৃষকরা জানান।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোছাঃ লাভলী খাতুন দৈনিক দেশচিত্রকে বলেন এবছর ২১১০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে,বৃষ্টি হলেও তেমন ক্ষতির সম্ভাবনা দেখছি না, আশানুরূপ ফসল পাওয়া যাবে বলে আশা করছি, কিছু নিম্নচলের জমিগুলো পানি জমে ক্ষতি হলেও আবাদ বেশি হওয়ায় চাহিদা পূরণ হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে বলে আসা করছেন।
© Deshchitro 2024