" বসুধা "

লেখক : প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের


সৃষ্টির আদমকে যখন করলো তিরষ্কার

আল্লাহ্ তাকে বিনিময়ে দিলেন পুরষ্কার। 

বসুধায় পাঠিয়ে শয়তানকে খাটিয়ে 

মানুষকে দিলেন আটকিয়ে। 

আল্লাহ্ বলেন পাঠিয়েছি করবে এবাদত 

হুকুম যদি নাহি মানো পাবে না সাফায়ত। 

পশু-পাখি ফল-ফলালিতে দিয়েছি রিজিক 

বসুধার তরে খেটে নিতে ঘরে কড়ায় কড়ায় সঠিক। 

হাসি তামাশার মাঝে ডুবে যাবে কাজে

ঘরে ফিরে করবে প্রার্থনা নামাজের সাজে।

জীবনের সাথে কখনো করোনা কারসাজি 

তাহলে তুমি বুঝবে করছো নিয়তির সাথে বাজি।

আল্লাহ্ দিয়েছে বসুধায় অনেক কিছু 

আমরা নিব তারই পিছু। 

ফল ফলিয়ে মোরা জোটাবো অন্ন

কারো প্রতি কেউ হবো না ক্ষুন্ন। 

বসুধার তরে একের প্রতি অপরে

মমতা আর ভালবাসা রাখি যদি অন্তরে। 

আল্লাহ তায়ালার লিখন বোঝা বড়ই দায়

আমরা মানবকূল বড়ই অসহায়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024