|
Date: 2022-10-11 09:08:46 |
১৯টি জাহাজ সিডিউল মেনে চলাচল করবে চট্টগ্রাম বন্দর-পানগাঁও রুটে , যার ফলে চলাচলকারী সব জাহাজ কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিত হলো। গতকাল এই রুটে চলাচলকারী ১৯টি জাহাজের তালিকা শিডিউল আকারে প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত ৪ অক্টোবর জাহাজ প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক এই শিডিউল নির্ধারনে করেন বন্দর কর্তৃপক্ষ। এবং এই শিডিউলটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
শিডিউলে ক্রম অনুসারে থাকা জাহাজগুলো হলো- এসএপিএল-১, হারবর-১, কেএসএল প্রাইড, এমভি উত্তোরণ, এমভি নৌ কল্যাণ-১, মেরিন ট্রাস্ট-৪, কেএসএল গ্লাডিয়াটর, ইনভিক্তা-১, এমভি উদ্দিপন, মেরিন ট্রাস্ট-৩, এমভি উন্নয়ন, শ্যামায়েল, মার্কেন্টাইল-৩৪, মেরিন ট্রাস্ট-৫, এমভি নৌ কল্যাণ-২, এমভি উদয়ন, মেরিন ট্রাস্ট-১, এমভি ট্রান্স সমুদ্র এবং এমভি পানগাঁও এক্সপ্রেস। এতো দিন এই রোড়ে সিডিউল মেনে ১৮টি জাহাজ চলাচল করতো। ১৮টির পর ১৯ নম্বরে এবার আরো একটি জাহাজ তালিকাভুক্ত করে ১৯ টি জাহাজের শিডিউল প্রকাশ করা হলো।
উল্লেখ্য , চট্টগ্রাম বন্দরের ঢাকামুখী কনটেইনারের চাপ কমানো, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের গাড়ির চাপ কমানো, রাস্তার স্থায়িত্ব বৃদ্ধি, ঢাকা অঞ্চলের আমদানি রপ্তানিকারকদের খরচ সাশ্রয়সহ বিভিন্ন লক্ষ্য নিয়ে সম্ভাবনার দুয়ার খুলে দেয়ার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে প্রায় ৩৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানগাঁও কনটেইনার টার্মিনাল।বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএর মালিকানাধীন ৫৫ একর জায়গার উপর গড়ে তোলা চট্টগ্রাম বন্দরের অন্যতম সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বহুল প্রত্যাশার পানগাঁও কনটেইনার টার্মিনালে গতবছর মাত্র ২৭ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে। যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।
© Deshchitro 2024