গত শুক্রবার নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নওশাদ আলম পাপ্পু রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় রংপুরের ডক্টর্স কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নিহত নওশাদ আলম পাপ্পু ডোমার উপজেলার পূর্ব ছোটরাউতা বক্করের মোড় এলাকার নাসিম আলমের ১ম পুত্র। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক কর্মী ছিলেন।

জানা যায়, গত শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর তাকে রংপুরের ডক্টর্স কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। সেখানে গতকাল রাতে তার মৃত্যু ঘটে।

পরিবার সুত্রে জানা যায়, আজ বুধবার (১৩ই ডিসেম্বর) দুপুর ২টায় চিকনমাটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিহত পাপ্পুর জানাজা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024